শিলিগুড়ি:বুধবার সন্ধ্যের পর থেকেই ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে পাহাড়ের রাস্তাগুলি । যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বেশ কিছু জায়গায় কিছু কিছু জায়গায় ওয়ান ওয়ের মাধ্যমে যান চলাচলের ব্যবস্থা করেছে প্রশাসন। প্রশাসনের হস্তক্ষেপে অত্যন্ত দ্রুততার সঙ্গে রাস্তার ধস সরানো হয়েছে। রাস্তায় আটকে থাকা পর্যটকেরাও যে যার গন্তব্যে ফিরে গিয়েছেন। উত্তরবঙ্গ পরিবহন সংস্থা বা এনবিএস টিসি পক্ষ থেকে পর্যটকদের ফেরানোর জন্য কলকাতাগামী দুটি বাস ও একটি এসি বাসের ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার পাহাড়ে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। কিন্তু ব্রিক ধারার কাছে আজ আবার ধস নামায় আবার সাময়িকভাবে ১০নং জাতীয় সড়ক আবার বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: স্বাভাবিক ছন্দে ফিরছে তিস্তা, আতঙ্ক কাটছে জলপাইগুড়ির
চলছে রাস্তা মেরামতির কাজ
অপরদিকে দার্জিলিঙয়ের লেবং কার্ট রোডে এসডিওর বাংলোর অনেকটা অংশ ধসে যাওয়া নিখোঁজ গার্ডের এখনও পর্যন্ত সন্ধান মেলেনি। এখনও ৫৯ বছরের সুমন থাপার সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। পাহাড়ের সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের আনাগোনা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।
আরও পড়ুন: গোসাবায় প্রাকৃতিক বিপর্যয় কাটতেই উপনির্বাচনের প্রচারে দুই পক্ষ