শেষ মুহূর্তে গুরু ফার্গির ফোন| এক যুগ পর ঘরের ছেলে ঘরে ফিরল| পেপের ম্যাঞ্চেস্টার সিটি নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| রেড ডেভিলসের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি রোনাল্ডোর|
Welcome ????, @Cristiano ?#MUFC | #Ronaldo
— Manchester United (@ManUtd) August 27, 2021
রোনাল্ডোর জুভেন্তাস ছাড়়ার জল্পনাটা অবশ্য চলছিল বেশ কয়েকদিন ধরেই| ইউরো কাপ শেষ হওয়ার পর থেকেই নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল| যদিও রোনাল্ডোর থেকে অবশ্য কোনও ইঙ্গিতই পাওয়া যাচ্ছিল না|
জুভেন্তাসের হয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন| কিন্তু সেইসঙ্গে ফের ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার তোরজোরটাও চলছিল| মরসুমের প্রথম ম্যাচে তাঁকে অ্যালেগ্রী না খেলানোর পরই রোনাল্ডোর ইতালি ছাড়ার জল্পনাটা জোরদার হয়|
এরপরই সামনে আসে ম্যাঞ্চেস্টার সিটির নাম| শোনাযায় পেপের ম্যাঞ্চেস্টার সিটি নাকি রোনাল্ডোকে নিতে চায়| ট্রান্সফার উইন্ডো শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি| শুক্রবার সকাল থেকে শুরু নাটক|
জুভেন্তাস কোচ থেকে কর্তাদের ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেন রোনাল্ডো| অনুশীলনে এসে সতীর্থদেরও গুডবাই জানিয়ে জান রোনাল্ডো| ৪০ মিনিট থেকেই ক্লাব ছাড়েন তিনি| ততক্ষণে ম্যান সিটির সঙ্গে কথাবার্তা প্রায় পাকা| শোনাযাচ্ছিল জুভন্তাসের কাছে বিডপত্র এলেই ঘোষণা হবে|
শেষ মুহূর্তেই নাটকের ক্লাইম্যাক্স| তাঁকে নেওয়ার দৌড়ে মরিয়া চেষ্টা শুরু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের| জুভেন্তাসের সঙ্গে রোনাল্ডোর চুক্তি ছিল ২০২২ সাল পর্যন্ত| তাঁকে ছাড়ার জন্য ২৩ মিলিয়ন ইউরো অর্থ দাবী করেছিল জুভেন্তাস|
চলছিল ম্যান সিটির দর কষাকষি| দুপুরের দিকে রোনাল্ডোকে ফোন স্যার অ্যালেক্স ফার্গুসনের| এরপরই এজেন্ট মেনডেসকে ইউনাইটেডে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন রোনাল্ডো| প্রতিযোগিতায় হেরে যায় ম্যান সিটি|
বিকেলের মধ্যেই তুরিন ছেড়ে বিমান বন্দরে পৌঁছে যান রোনাল্ডো| ততক্ষণে ইউনাইটেডেক তরফে সমস্ত দাবী মেনে কাগজও পৌঁছে যায় জুভেন্তাসে| এরপরই ভারতীয় সময় রাতে রোনাল্ডোকে সই করানোর ঘোষণা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের| সোশ্যাল সাইট জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল|
২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ফার্গুসনের তত্ত্বাবধানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছিলেন তিনি| জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ একটি চ্যাম্পিয়ন্স লিগ| এখানেই তাঁর গায়ে উঠেছিল সাত নম্বর জার্সি| হয়ে উঠেছিলেন সি আর সেভেন|
রেড ডেভিলস সমর্থকদের এখন বাধ ভাঙা উল্লাস| এখন শুধুই রোনাল্ডোর ম্যাঞ্চেস্টারের মাটিতে পা দেওয়ার অপেক্ষা|