বহরমপুর: স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর মৃত্যু হয়েছে। এই সন্দেহে এক মহিলার মাথার চুল কেটে দিল মাতব্বরেরা। ঘটনাটি ঘটেছে লালগোলা থানার বাখরপুর এলাকায়।
মৃত ওই ব্যক্তির নাম মাসাদুর শেখ। পেশায় দিনমজুর ছিলেন। তাঁর স্ত্রী ফুলটুসি বিবির সঙ্গে কয়েক বছর আগে তাঁর বিয়ে হয়। বর্তমানে তাঁদের একটি সন্তানও রয়েছে। অভিযোগ, সম্প্রতি ফুলটুসি স্থানীয় এক বিড়ির ব্যবসায়ীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এই নিয়েই প্রায়শয়ই পরিবারে অশান্তি হত।
আরও পড়ুন- পাণ্ডবেশ্বরে খুন তৃণমূল কর্মী
এরপর ফুলটুসি তাঁর প্রেমিকের সঙ্গে আচমকা বাড়ি ছেড়ে চলে যায়। পরবর্তীতে তাঁকে সালিশি সভার মাধ্যমে শ্বশুরবাড়ির লোকজন ফিরিয়ে নিয়ে আসে। এই পর্যন্ত সব ঠিক থাকলেও সোমবার মাসাদুর নামে ওই ব্যক্তির বাড়িতে কয়েকজন অচেনা লোক আসে।
আরও পড়ুন- হাজার হাজার ফেক সিম, ই-ওয়ালেট প্রতারণা চক্রের পর্দা ফাঁস বাঁকুড়ায়
অচেনা লোকেরা চলে যাওয়ার পরই বাড়ির মধ্যে থেকে মাসাদুরের মৃতদেহ উদ্ধার হয়। এর পরেই মৃতের বাড়ির লোকজন ও গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়ে। পরিবারের লোকজন ফুলটুসি কে শাস্তি দিতে তাঁকে ধরে মাথার চুল কেটে দেয়। গোটা ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে।