দীর্ঘদিন ছবি তৈরি থেকে দূরে থাকার পর এক রোমান্টিক কমেডি ঘরানার ছবি তৈরি করতে চলেছেন পরিচালক তথা চিত্র নির্মাতা করণ জোহর। কারণের এই নতুন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রণবীর সিং ও আলিয়া ভাটকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়া বচ্চনকে। আগামী কাল অর্থাৎ মঙ্গলবার নির্মাতারা ছবি আনুষ্ঠানিক ঘোষণা করবে।
প্রায় এক যুগ পরে পর্দায় ফিরতে চলেছেন জয়া বচ্চন। হিন্দি চলচ্চিত্র কোন বড় চরিত্রে তাকে বহুবছর দেখা যায়নি। জানা গেছে চিত্রনাট্যের শোনার সঙ্গে সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন অমিতাভ পত্নী। পারিবারিক আবেগ ও প্রেম নিয়ে তৈরি হয়েছে এ ছবির চিত্রনাট্য। কারণের আশা রানবির আলিয়ার রসায়ন এই ছবিতে নতুন কিছু দেবে। তাদের দুজনের চরিত্র কে কেন্দ্র করে এ ছবির নামকরণ করা হবে বলে একটি সূত্র জানিয়েছে।