মাথায় সাদা পাগড়ি,সাদা পাজামা-পাঞ্জাবি পরে একজন লোক ট্রাক্টর চালিয়ে এগিয়ে আসছেন। বোঝার উপায় ছিল না যে, তিনি বলিউডের এই মুহূর্তে সবচেয়ে প্রতিভাবান শিল্পীদের একজন। এটা কিন্তু শুটিং নয়। গত লকডাউনে উত্তরপ্রদেশে নিজের গ্রামে সরষের খেতের হাল চাষ করতে নেমে ছিলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি। এমন ছবি তিনি নিজেই পোস্ট করেছিলেন।
এ বারের লকডাউন শিথিল হচ্ছে বলিউডেও। শুটিং শুরুর পরিকল্পনা চলছে। সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত শুটিং করা যাবে। তা সত্ত্বেও বলিউডের এই মুহূর্তের অন্যতম প্রতিভাবান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি শুটিংয়ে ফিরতে চাইছেন না। বর্তমানে উত্তরাখণ্ডের নিজের গ্রাম বুধানায় রয়েছেন নওয়াজ। তাঁর কথায়, ‘শুটিং শুরু হতে চলেছে এটা খুবই খুশির খবর। কিন্তু এখনই শুটিংয়ে ফেরাটা সঠিক সিদ্ধান্ত হবে কি না, আমি জানি না।’ গ্রামে বেশ ভালো সময় কাটাচ্ছেন নওয়াজ। তিনি বলেন, “মুম্বইয়ে যা করতে পারি না, তা এখানে করতে পারছি। যেমন নিজের জমিতে চাষ করা সবজি উৎপাদন এই সমস্ত। বেশ কয়েক বছর অনেক সিনেমার কাজ করেছি, কাজেই এখন যতদিন ইচ্ছে বিরতি নিতে পারি। সামনে যদিও অনেক কাজের চাপ অপেক্ষা করছে।” কিন্তু যতদিন না নিজেকে সুরক্ষিত মনে করছেন ততদিন নেওয়াজ শুটিংয়ে ফিরতে চান না। ‘এখনই আমার মন শুটিংয়ের ফেরার সায় দিচ্ছে না’। আগের লকডাউনের সময় তিনি নিজের গ্রামে ট্রাক্টর চালিয়ে চাষ করছেন এমন ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন।
এই মুহূর্তে তার ঝুলিতে একাধিক প্রজেক্ট। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত অর্থাৎ এক বছরে তিনি দুটি ছবি শেষ করেছেন। একটি ‘সঙ্গিন’ এবং ‘জোগিরা সা রা রা’। নওয়াজের ভাইয়ের ‘বোল চুরিয়া’ ছবির বড় অংশের শুটিং শেষ করেছেন তিনি। তা ছাড়াও একটি মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের কাজে ব্যস্ত ছিলেন অভিনেতা। এসব কথা তিনি মনে করিয়ে দিয়ে বলেন, ‘আমি এক বছরের জন্য যথেষ্ট কাজ করেছি। আমার কোন তাড়াহুড়ো নেই, এ বার কিছুদিন বিশ্রাম নেব’।