করোনা সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অনেকে। এবার ময়দানের মালিদের সাহায্যে এগিয়ে এলেন ময়দানপ্রেমীরা। বৃহস্পতিবার মেসারর্স ক্লাব ও পিকাসোর যৌথ উদ্যোগে একশো জন মালির হাতে ছয় রকমের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।
এদিনের এই বিশেষ সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার দেবশঙ্কর হালদার, ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, শিশির ঘোষ, সত্যজিৎ চ্যাটার্জি, অমিত মজুমদার, কুন্তলা ঘোষদস্তিদার, শান্তি মল্লিক, ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায় ও দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, এআইএফএফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ও আইএফএ-র সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তাঁরা সকলেই মেসারার্স ক্লাব ও পিকাসোর যৌথ উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের মতে, ময়দানের কর্মীদের জন্য সব ক্লাবই এগিয়ে আসলে ময়দান উপকৃত হবে। যারা এই অতিমারীতেও ময়দানকে সচল করে রেখেছে তাদের পাশে দাঁড়ানো ময়দানের প্রত্যেকের কর্তব্য। একই সঙ্গে আগামীতে উপস্হিত প্রত্যেকেই সাধ্যমত মালিদের সাহার্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রাক্তণ ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য র্স্মরণ করলেন শঙ্কর মালিকে। তাঁর ফুটবল জীবনে শঙ্কর মালির ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ ছিল সে কথাও উল্লেখ করেন। ক্রিকেটার শরদিন্দু বলেন, এই কোভিড পরিস্হিতিতে আমদের একজোট হয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে যারা ময়দানকে বাঁচিয়ে রেখেছেন ।