একদিকে ‘বাহুবলি‘ ছবির সুপার হিরো প্রভাস অন্যদিকে ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল। এই যুগলবন্দী এবার তৈরি করছে নতুন অ্যাকশন থ্রিলার ছবি ‘সালার’। ছবিটি কন্নড় এবং তেলেগু ভাষায় তৈরি হচ্ছে। পরে তা হিন্দিতে ডাব হবে। এ ছবিতে প্রভাস এর বিপরীতে দেখা যাবে শ্রুতি হাসানকে। করোনা মহামারির কারণে বর্তমানে ‘সালার’ ছবির শুটিং বন্ধ রয়েছে। জুলাইয়ের শেষে আবার শুটিং শুরু হওয়ার কথা। তবে এরই মধ্যে ছবিটিকে একটি লোভনীয় প্রস্তাব দিয়েছে ‘অ্যামাজন প্রাইম’ ডিজিটাল প্লাটফর্ম । টাকার অংক সঠিক জানা না গেলেও, সূত্রের খবর প্রভাসের এই ছবির ডিজিটাল স্বত্ত্বর জন্য বেশ মোটা টাকার অফার দেওয়া হয়েছে নির্মাতাদের।
একদিকে রাতারাতি ‘বাহুবলী’ প্রভাস অন্যদিকে ‘কেজিএফ’ খ্যাত পরিচালক নীল। সব মিলিয়ে এই ছবিকে ঘিরে দর্শকদের কৌতূহল এবং উদ্দীপনা ক্রমশই বাড়ছে। তাছাড়াও এই ছবিতে প্রভাসের লুক ভক্তদের বিশেষভাবে নজর কেড়েছে। এই ছবির জন্য প্রভাস তার নিজের শারীরিক গঠনে বিশেষ পরিবর্তন এনেছেন। প্রভাস-শ্রুতির পাশাপাশি খলচরিত্রে এ ছবিতে কে অভিনয় করবে তা এখনো জানা যায়নি। তবে জোর গুঞ্জন বলিউড অভিনেতা জন আব্রাহামকে এ ছবিতে দেখা যেতে পারে। তবে নির্মাতাদের পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। একটি সূত্র জানাচ্ছে পরিচালক প্রশান্ত নীল ইতিমধ্যেই ‘সালার’ ছবিতে জন আব্রাহামকে নেওয়ার পরিকল্পনা করেছেন। এ ব্যাপারে কিছুটা কথাবার্তা এগিয়েছে।
পরিচালক প্রশান্তর কথায়, ”অ্যাকশনধর্মী ছবি ‘সালার’। সবচেয়ে হিংস্র মানুষ, একজনই, সবচেয়ে হিংস্র। সিনেমার প্রতি ভালোবাসা থেকে ভাষার প্রাচীর ভেঙে আপনাদের সামনে একটি ভারতীয় ছবি নিয়ে আসছি। প্রভাস স্যারকে স্বাগত”। এ বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবার সময় সোশ্যাল মিডিয়ায় প্রভাস লিখেছিলেন,”সালার-এর জগতে পা রাখলাম”। প্রভাস এর জনপ্রিয়তা এখন সারা ভারতে; এমনকি বিদেশের মাটিতে তিনি জনপ্রিয়। প্রভাসের হাতে এখন কোটি কোটি টাকার প্রকল্প। ভারতীয় ছবির জগতে প্রভাস এখন অপ্রতিরোধ্য। বলিউড হিরোইনরাও এখন তার সঙ্গে কাজ করতে লালায়িত। প্রসঙ্গত,২০২২ সালে এপ্রিলের মাঝামাঝি সালার ছবিটি মুক্তি পাওয়ার কথা।