বর্ধমান: ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পূর্ব বর্ধমানের মেমারিতে। হুড়োহুড়িতে আহত দুই সিভিক ভলান্টিয়ার ও আরও একজন।
বৃষ্টি আসতেই প্রবেশ পথ দিয়ে ঢোকার হুড়োহুড়ি লেগে যায়
মেমারি পুরসভার পথসাথী কমিউনিটি হলে রোজ ১২০০ থেকে ১৫০০ ভ্যাকসিন দেওয়া হয়। আজও প্রায় ১৫০০ মানুষকে কুপন দেওয়া হয়েছিল। সকাল থেকেই ভিড় জমতে থাকে। দুপুরে শুরু হয় বৃষ্টি। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। একসঙ্গে সবাই কমিউনিটি হলের দরজা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
পরিস্হিতি ক্রমেই হাতের বাইরে চলে যায়
আরও পড়ুন: ভ্যাকসিন নিতে ভিড়-হুড়োহুড়ি, বিশৃঙ্খলা এড়াতে বাড়ি বাড়ি কুপন বিলির ব্যবস্থা
ভিড় সামাল দিতে আহত হন দুজন সিভিক ভলান্টিয়ার। ভ্যাকসিন নিতে আসা একজনও আঘাত পান। একজনকে চিকিত্সার জন্য মেমারি হাসপাতালে পাঠানো হয়। মেমারি থানার পুলিশ এসে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।
চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়
পরিস্হিতি দেখতে আসেন মেমারি পুরপ্রশাসক স্বপন বিষয়ী। যদিও তিনি বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে এড়িয়ে যান। জানান, সাধারণ মানুষের সুবিধার্থে আগামী শুক্রবার থেকে দুয়ারে ভ্যাকসিন চালু করা হচ্ছে। যেখানে বিশেষভাবে সক্ষম আঠারোর্দ্ধ ও ষাটোর্দ্ধরা বাড়িতে বসেই ভ্যাকসিন পাবেন।
আরও পড়ুন: টিকা কেন্দ্রের দরজা খুলতেই হুড়োহুড়ি, জখম একাধিক