আগামী কয়েক মাস শ্যুটিং নিয়ে পুরদস্তুর ব্যস্ত হয়ে পড়বেন হৃতিক রোশন.সদ্যই পরের ছবি ‘ফাইটারে’র শ্যুটিং শুরু করেছেন হৃতিক এবং দীপিকা।ছবির পরিচালক ওয়ার খ্যাত সিদ্ধার্থ আনন্দ।এই খবরে হৃতিক ভক্তরা রীতিমতো উল্লাসিত সেটা বলার অপেক্ষা রাখে না.এরই মধ্যে প্রকাশ্যে এল বলিপাড়ার গ্রীক গড-কে নিয়ে নতুন খবর.হৃতিক যে তামিল ছবি বিক্রম বেদা-র হিন্দি রিমেকে কাজ করতে চলেছেন, এই খবর প্রকাশ্যে এসেছে অনেক আগেই. হৃতিকের সঙ্গে ছবিতে নজর কাড়বেন নবাবজাদা সইফ আলি খান। শোনা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বিক্রম বেদা-র শ্যুটিংও.টানা লকডাউনে কোনও ছবির শ্যুটিং করতে পারেননি হৃতিক.তাই আর বেশি সময় নিতে নারাজ অভিনেতা.।একদিকে ফাইটার,অন্যদিকে বিক্রম বেদার হিন্দি রিমেক।একইসঙ্গে দুই ছবির শ্যুটিং সারবেন তিনি.এখানেই শেষ নয়,হিন্দি বিক্রম বেদা নিয়ে রয়েছে আরও খবর,শোনা যাচ্ছে আগামী বছর ছবির মুক্তি নিয়ে প্ল্যানিং করে ফেলেছেন নির্মাতা.শোনা যাচ্ছে ২০২২এর ৩০সেপ্টেম্বর মুক্তি পাবে বিক্রম বেদা-র হিন্দি রিমেক।