কলকাতা টিভি ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি ভারতকে ১৪ টি শিল্প নিদর্শন ভারতকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে। ন্যাশনাল গ্যালারি তরফ থেকে জানানো হয়েছে, এই নিদর্শন গুলির মধ্যে অন্তত ছয়টি চুরি বা অবৈধভাবে রপ্তানি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যেগুলি এতদিন ওই গ্যালারিতে সংরক্ষিত ছিল।
এই ১৪ টি শিল্পকর্মের মধ্যে রয়েছে ৬ টি ভাস্কর্য, ছয়টি ফটোগ্রাফ, একটি আঁকা স্ক্রোল ইত্যাদি। যেগুলি প্রধানত দ্বাদশ শতাব্দীতে তৈরি ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শন। যার আনুমানিক বাজারদর ৩ মিলিয়ন মার্কিন ডলার।
India is grateful to Australia and NGA for their decision to return these extraordinary pieces of art to ??@MEAIndia @dfat https://t.co/PTj93M3Rsm
— India in Australia (@HCICanberra) July 29, 2021
আরও পড়ুন- ৪১ বছরের শাপমোচন, অলিম্পিকের সেমিফাইনালে ভারত
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ক্যানবেরার ন্যাশনাল গ্যালারি আর্ট ডিলার সুভাষ কাপুর এবং উইলিয়াম ওল্ফের কাছ থেকে ১৩ টি শিল্পকর্ম কিনেছিল। মিউজিয়ামের ডিরেক্টর নিক মিতজেভিচ জানিয়েছেন, এর মধ্যে সম্ভবত ছয়টি শিল্পকর্ম ভারত থেকে লুট করা হয়েছিল। এর মধ্যে দুটি শিল্পকর্মের মালিকানা খুঁজে পাওয়া যায়নি। সেগুলিও ভারতকে ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন- আগস্টেই চালু ভারত বাংলাদেশ পণ্যবাহী ট্রেন
অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি ভারত সরকারকে সুভাষ কাপুরের কাছ থেকে কেনা শিল্পকর্ম এর আগেও ফেরত দিয়েছে। যার মধ্যে রয়েছে তামিলনাড়ুর মন্দির থেকে চুরি হওয়া হিন্দু দেবতা শিবের ৫ মিলিয়ন মার্কিন ডলারের ব্রোঞ্জ মূর্তি।
২০১১ সালের অক্টোবরে জার্মানিতে মূর্তি চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সুভাষ কাপুরের। তিনি এখনও ভারতে বিচারাধীন রয়েছেন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।