কলকাতা : খুনের ঘটনায় গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর। নন্দীগ্রামে শুভেন্দুর ডানহাত বলে পরিচিত এই পবিত্র কর পূর্ব মেদিনীপুরে রবীন মন্ডল খুনের অন্যতম অভিযুক্ত।
এই খুনের ঘটনার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিল অভিযুক্ত পবিত্র কর। গোটা ঘটনার তদন্ত ভার নিয়েছিল সিআইডি। দীর্ঘদিন তদন্তের পর সোমবার ভুবনেশ্বর থেকে শুভেন্দু ঘনিষ্ঠ এই পবিত্র করকে গ্রেফতার করে সিআইডি। মঙ্গলবার অভিযুক্তকে হলদিয়া আদালতে তোলা হবে।