আগামী মাসে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ছবি ‘বেল বটম’ মুক্তি পেতে চলেছে। এই ছবির পরিচালক রঞ্জিত তিওয়ারির আর একটি ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে রাকুল প্রীত সিং এর সঙ্গে রোমান্স করতে। ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ছবি। এরমধ্যে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সূত্রের খবর অক্ষয়কে তিনটি ছবির চিত্রনাট্য শুনিয়েছেন প্রযোজক জাকি ভাগনানি। এর মধ্যে নাকি দুটি তার খুব পছন্দ হয়েছে। যার একটিতে অক্ষয়কে দেখা যেতে পারে রাকুলের সাথে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকে ছবির শুটিং শুরু হতে পারে। ৩৫-৪০ দিনের শুটিং শিডিউল পরিকল্পনা করেছেন নির্মাতারা। এর আগে এই ছবিটিতে শ্রদ্ধা কাপুর কিংবা কিয়ারা আদবানির অভিনয় করার গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত রাকুলের দিকেই পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে। অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লক্ষী’। এছাড়া ‘সূর্যবংশী’, ‘বেল বটম’, ‘রক্ষা বন্ধন’, ‘রামসেতু’ ছবিতে দেখা যাবে তাকে। অন্যদিকে ‘থ্যাংক গড’, ‘মে ডে’, ‘ডক্টর জি’, ‘ছাত্রিওয়ালি’ এই সমস্ত ছবিতে রাকুল প্রীত সিংকে পর্দায় দেখা যাবে। ইন্ডাস্ট্রির গুঞ্জন অক্ষয় নিজেও নাকি রাকুলের সঙ্গে জুটি বাঁধতেই বেশি আগ্রহী। দুজনের কেমিস্ট্রি নাকি বেশ জমে উঠেছে। এখন দেখার ক্যামেরার সামনে এই রসায়ন নতুন কি সমীকরণ তৈরী করে.