স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পেয়েছে অজয় দেবগণের নতুন ছবি ‘ভুজ- দ্য প্রাইড অফ ইন্ডিয়া’।ছবি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।অবশেষে ‘ভুজ’ পর্ব মিটতেই পরের ছবি ‘মে ডে’-র প্রোমোশন শুরু করে দিলেন বলিউডের বাজিরাও সিংঘম।‘ভুজ’-এ শুধুমাত্র সহ প্রযোজক এবং অভিনেতার ভূমিকায় থাকলেও ‘মে ডে’ ছবির পরিচালক কিন্তু অজয়ই।ছবিতে মুখ্য ভূমিকায় তিনি নিজে ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন এবং রাকুলপ্রীত সিং।সদ্যই সংবাদমাধ্যেমে একটি খোলামেলা আড্ডায় উঠেছিল ‘মে ডে’-র প্রসঙ্গ।ছবির পরিচালক জানালেন,ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে বলিউড শাহেনশাহর উপস্থিতি।
আরও পড়ুন – ‘থ্যাংক গড’ শুরু হচ্ছে
অমিতাভকে ‘মে ডে’-র গল্প শোনানোর দুই মিনিটের মধ্যেই ছবিতে কাজ করতে রাজি হয়ে যান তিনি।বিগ বি যে অজয়ের অন্যতম প্রিয় অভিনেতা সেকথা বলার অপেক্ষা রাখে না।এর আগেও অজয়ের সঙ্গে অনেক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।আড্ডায় অজয় আরও জানিয়েছেন,’মে ডে’-র শ্যুটিংয়ে সবার আগে আসতেন অমিতাভ।এসেই রিহার্সাল করতেন এবং তার দৃশ্যগুলি নিয়ে গভীর চিন্তাভাবনা করতেন শাহেনশাহ।অভিনয় নিয়ে এমন ডেডিকেশন শুধুমাত্র বিগ-বির মধ্যেই দেখেছেন অজয়।
আরও পড়ুন – কবিতায় অমিতাভের কথালাপ