দীর্ঘদিন মা’কে দেখেছেন ত্বকের সমস্যায় ভুগতে। যার জন্যই নিতে হয়েছে একের পর এক স্টেরয়েড। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি। দুর্ভাগ্যজনকভাবে ক্রমেই ক্ষতিগ্রস্ত হয় কিডনি। দীর্ঘ যুদ্ধের পর অবশেষে ২০১৬ সালে মৃত্যু হয় তাঁর৷ মায়ের অকাল মৃত্যু থেকে শিক্ষা নিয়ে পথ চলা শুরু৷ এই দীর্ঘ পথ পেরিয়ে এখন একাই একশো তামিলনাড়ুর ক্রুথিকা কুমারন। নিজের ফার্ম হাউস থেকে একেবারে ভেষজ উপায়ে ত্বক চর্চার বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেছেন তিনি। বর্তমানে তিনি আন্তর্জাতিক ভিলভা ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা।
এই বিষয়ে ক্রুথিকা সংবাদমাধ্যমকে জানান, তামিলনাড়ুর ইরোড জেলার গোবিচেটিপালয়াম শহরে বাবা-মায়ের সঙ্গে বড় হয়েছেন৷ এরপর ২১ বছর বয়েসে বিয়ে হয়ে যায়।৷ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ার জন্য আলাদা করে তামিলনাড়ুর বাইরে যাওয়ার সুযোগ হয়নি। এর পর বড় হওয়ার সঙ্গে সঙ্গেই ধরা পড়ে মা মঞ্জুলা দেবীর ত্বকের জটিল সমস্যা। ডাক্তারের পরামর্শ মতন শুরু হয় স্টেরয়েড নেওয়া। কিন্তু পরে অতিরিক্ত স্টেরয়েড নেওয়ায় ধরা পড়ে কিডনির সমস্যা। পরবর্তীতে যার কারণে মারা যান মঞ্জুলা দেবী। ক্রুথিকার বয়স তখন ৩০। ব্যবসার কোনও ধ্যানধারণা কিছুই জানা নেই। এই পরিস্থিতিতেই শুরু হয় যাত্রা।
তাঁর বাড়ির ফার্ম থেকেই ছাগলের দুধ দিয়েই শুরু হয় নানান প্রসাধন সামগ্রী তৈরি। এই বিষয়ে যদিও তিনি জানান, ‘ মা বেঁচে থাকাকালীন বার বার তাঁর মা তাঁকে বলতেন হাতে তৈরি বিভিন্ন প্রোডাক্ট তৈরির কথা। কিন্তু দিনের বেশির ভাগ সময়টা তাঁর মায়ের খেয়াল রাখতে গিয়েই কেটে যেত। তাই তখন আর শেখা হয়নি। সেই শিক্ষা নিয়েই শুরু হয় পথ চলা। প্রতিবেশী, বন্ধু, পরিবার, আত্মীয়-স্বজনের কাছে সুনাম পাওয়ার পরই শুরু হয় বাজারে সরবরাহ।’
বর্তমানে বিভিন্ন মেকআপ বা স্কিন কেয়ার প্রোডাক্ট মার্কেটে রয়েছে। কিন্তু তা সর্বদাই গ্রহণ যোগ্য নয় ত্বকের জন্য। যার কারণে রোজই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন ত্বকের সমস্যায়। তাই কোনও কেমিক্যাল নয়, নিজের ফার্ম থেকে আসল ছাগলের দুধ থেকেই তৈরি করা হয় ভিলভার বিভিন্ন প্রোডাক্ট। পণ্যগুলিতে কোনও কঠোর রাসায়নিকের ব্যবহার করা হয়নি৷ সংযোজন নেই সালফেটস, সিলিকন, প্যারাবেন্স, কৃত্রিম সুগন্ধি, জিএমেও। তার পরিবর্তে রয়েছে প্রাকৃতিক এবং জৈব উত্পাদন৷ তিনি ব্যবহার করেন ক্যারিয়ার তেল, অপরিহার্য তেল এবং মাখনের মতন গুরুত্বপূর্ণ উপাদান। যা একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের দুরাবস্থার জন্যও সাহায্য করে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড শুষ্ক এবং ক্ষতিগ্রস্থ ত্বককে ময়শ্চারাইজিংয়ে সহায়তা করে। এছাড়াও ছাগলের দুধে মানুষের ত্বকের মতো পিএইচ মাত্রা রয়েছে, যা ত্বকে রাসায়নিক ভারসাম্য রোধ করে।
ভিলভা কোম্পানির সাধারণত পণ্যের দাম ১৬০ থেকে ৬০০ টাকার মধ্যেই। সমগ্র ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশেও আজ ছড়িয়েছে ভিলভা ব্র্যান্ড। ভারতের বাজারে যে কোনও অনলাইন বিউটি অ্যাপেই পাওয়া যায় প্রোডাক্টগুলি।