২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিরল প্রজাতির বিদেশি পাখি উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার হাসনাবাদ থেকে বিরল প্রজাতির ম্যাকাও ও টার্কি উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই মায়ানমারের ২০টি টিয়া জাতীয় পাখি পাচার রুখল স্বরূপনগর থানার পুলিশ। শুক্রবার সকালে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর-বিথারী ভারত-বাংলাদেশ সীমান্তে পুলিশি টহলের সময় ২টি খাঁচা বন্দি অবস্থায় ২০টি মায়ানমার জাত প্যারট পাখি উদ্ধার করা হয়। এগুলি আদতে দক্ষিণ আমেরিকা জাত প্যারট শ্রেণী। পুলিশের দাবি, পুলিশের ভ্যান দেখতে পেয়ে এই পাখি গুলিকে ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা। তাদের প্রাথমিক ধারণা, মায়ানমার থেকে বাংলাদেশে হয়ে এগুলি ভারতে প্রবেশ করছিল। এই পাখি গুলিকে বসিরহাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বসিরহাট বনদফতর এই পাখি গুলিকে অনতিবিলম্বে সল্টলেকে মেডিক্যাল পরীক্ষার পর কলকাতার আলিপুর চিড়িয়াখানায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।