শনিবার থেকে পুরুলিয়ায় শুরু হচ্ছে সহজে টিকাকরণ প্রকল্প। পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামের মানুষ যাতে টিকা নেওয়ার সুযোগ পায় সেই দিকে তাকিয়ে এই প্রকল্প। ব্লক অফিসে নয় বরঞ্চ সাব ডিভিশন অফিসে টিকাকরণ প্রকল্প শুরু করা হচ্ছে। যাতে সাধারণ মানুষকে বেশিদূর যেতে না হয় নিজেদের এলাকাতেই তাঁরা টিকা পেতে পারেন সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরই পাশাপাশি আরেকটি প্রকল্প শুরু করা হচ্ছে যার নাম ‘সবার ১০০’। সবাই যাতে ১০০ দিনের কাজের সুযোগ-সুবিধা পায় সেটাকে মাথায় রেখেই এই প্রকল্প। আগামীকাল শনিবার এই প্রকল্পে জব লোকেশনের কাজ শুরু হবে। ১৬ জুনের পর থেকে তৃণমূল স্তরে ১০০ দিনের কাজ শুরু হবে।